নিজস্ব প্রতিনিধি ॥ শহরের মাহমুদাবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার সোনিয়ার প্রতিষ্ঠিত ‘বিনামূল্যে মায়ের মমতা অবৈতনিক বিদ্যালয়টি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। শুক্রবার বিকেল ৫টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সোনিয়া টিউশনি করে কষ্টার্জিত টাকা দিয়ে ছেলে মেয়েদের বিনামুল্যে যে শিক্ষা দিয়ে আসছে তা খুবই প্রশংসনীয়। তার এই মহতি উদ্যোগে একদিন আলোর মুখ দেখবে। বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে সরকারী ভাবে বিভিন্ন সহযোগিতার চেষ্টা করা হবে। এ সময় তিনি বিদ্যালয়ে ২টি সিলিং ফ্যান ও বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হলে টিন দিয়ে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী
Leave a Reply