শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

চুনারুঘাট লালচাঁন্দ চা-বাগান বাংলোতে ডাকাতদলের হানা ॥ স্ত্রী-কন্যাসহ ম্যানেজারকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে ডাকাতরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা-বাগানম্যানাজার বাংলোতে অস্ত্রধারী ‘হাফপ্যান্ট’ পরা ডাকাতরা হানাদিয়ে ম্যানেজারসহ ২ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ভোররাতে উপজেলার শানখলা ইউনিয়নের লালচান বাগানে এ ঘটনা ঘটে।জানা যায়,উল্লেখিত সময়ে ওই বাগানের ম্যানাজার বাংলোতে একদল ডাকাতহানা দেয় ১০/১২ জনের একটি ডাকাত দল বাংলোতে প্রবেশ করে।তারা প্রথমে বাংলোর পাহারাদার মরতুজ মিয়া, আওয়াল মিয়া ওহুসেন আলীকে বেধে মারপিট করে। পরে ডাকাতদল বাংলোর চারটি চার্জলাইট অফ করে দেয়। মুলগেইট ভেঙ্গে ঘরে ভেতরে প্রবেশ করেম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে তার বাবাকে ডাকতে বলে। মেয়ের চিৎকার শুনে বাবা দরজা খুলে মেয়েকে রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেনে। পরে ডাকাতদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে এলোপাতারি দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে শুরু করে। ডাকাতরা দরজার বাহিরে থেকে ম্যানাজার মোফাজ্জলের নিকট টাকা পয়সা ও সোনা গহনা চায়।বাংলোতে টাকা পয়সা ও সোনা গহনা নেই বলে জানাতেই ডাকাতরা তার উপর হামলা চালায়। ম্যানাজার বাংলোতে ডাকাতের হানার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরাপাগলা ঘন্টা বাজালের ডাকাতরা মুর্হুতের মধ্যে পালিয়ে যায়।পরে টেলিফোনে খবর পেয়ে মোফাজ্জল হোসেনের এক বন্ধু তাদেরকেউদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন, লালচাঁন্দ চা-বাগান ম্যানাজার বাংলোর ম্যানেজার
মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮)। এঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখনাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com