শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

আইন শৃঙ্খলা রক্ষায় চতুর্থবারের মতো সম্মাননা পেলেন চুনারুঘাটের ওসি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪১৪ বার পঠিত

আইন শৃঙ্খলা রক্ষায় চতুর্থবারের মতো সম্মাননা পেলেন চুনারুঘাটের ওসি মো: আলী আশরাফ

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ পদক লাভ করেছেন। আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুসারী সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী কর্মীদের জাতীয় মঞ্চ বঙ্গবন্ধু একাডেমী কর্তৃক সম্প্রতি ডাকযোগে তাকে এ সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মো: আলী আশরাফ জানান, ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও সেখানে উপস্থিত হতে না পারায় তাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে। এই পদকে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে। উল্লেখ্য গত বছর ৯-অক্টোবর – অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন। তিনি চুনারুঘাট থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি বন্ধে বিশেষ অভিযান সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক সভা করে যাচ্ছেন। উপজেলায় অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ইতোমধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর সাথে সমন্বয় করে সৎ সাহসিকতার পরিচয়ে বিভিন্ন অপরাধ রোধে কাজ করছেন। তাঁর যোগদান করার পর এ পর্যন্ত চুনারুঘাট থানায় ওয়ারেন্টের আসামি গ্রেফতারে রেকর্ড গড়েছে। তাঁর কর্মদক্ষতার কারণে সর্বসাধারণের কাছে প্রশংসিত হয়েছেন এবং চতুর্থবারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন।

বঙ্গবন্ধু একাডেমীর প্রতিষ্ঠাতা মহাসচিব মো: হুমায়ুন কবির মিজি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু ক্লাবের পক্ষ থেকে সারা দেশ থেকে বেশকিছু চৌকস পুলিশ অফিসারকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিসম্মাননা – ২০২১ প্রদান করা হয়েছে। তার মধ্যে চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফকে এই সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদানের মুল উদ্দেশ্য হল পুলিশের কর্তব্য কাজের প্রতি আরো দায়িত্বশীল ভুমিকা তৈরি করা।মো: আলী আশরাফ এই সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে তিনি বলেন, চুনারুঘাট থানার প্রত্যেক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এ সম্মাননা পেয়েছি । আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com